WB News: এবার তৃণমূলপন্থী জুনিয়র ডাক্তারদের নিশানায় জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন!
ABP Ananda Live: কদিন আগে আত্মপ্রকাশ করা, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য়রাই থ্রেট কালচারের মাথা। এমনই অভিযোগ তুলেছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা, অর্থাত জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এবার জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সুর চড়িয়ে, তাদের ক্রিমিনাল বলল, তৃণমূলপন্থী সংগঠন, প্রোগ্রেসিভ জুনিয়ক ডক্টরর্স অ্য়াসোসিয়েশন। অনিকেত-কিঞ্জল-দেবাশিসদের সংগঠনের তরফে আমন্ত্রণ পেলে, কালকের CGO কমপ্লেক্স অভিযানে তারা যোগ দেবে বলেও ঘোষণা করেছে, প্রোগ্রেসিভ জুনিয়ক ডক্টরর্স অ্য়াসোসিয়েশন। যদিও তাদের গুরুত্ব দিতে নারাজ আন্দোলনকারীরা। এই আবহে, গতকাল আর জি করকাণ্ড নিয়ে মুখ খোলায়, এবার অভিনেত্রী বিদ্য়া বালানকে তীব্র কটাক্ষ করল তৃণমূল।
আরও খবর, বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না করায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। উপনির্বাচনের মুখে, কল্য়াণী এইমসের একটা ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বললেন, 'এই প্রকল্প রূপায়িত করতে না পারার জন্য পশ্চিমবঙ্গ ও দিল্লির প্রবীণদের কাছে ক্ষমাপ্রার্থী।' আয়ুষ্মান ভারত নিয়ে দুই রাজ্য সরকারের মনোভাবে তিনি ব্যথিত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।