
Dilip Ghosh : গদা হাতে 'জয় শ্রীরাম' স্লোগান দিলীপ ঘোষের। রামনবমীর প্রস্তুতি সভায় 'গদাধর' দিলীপ
ABP Ananda Live: এবার গদা হাতে দিলীপ ঘোষ ! দা-এর পর খড়গপুরে গদা হাতে বিজেপি নেতা। গদা হাতে জয় শ্রীরাম স্লোগান দিলীপ ঘোষের। রামনবমীর প্রস্তুতি সভায় 'গদাধর' দিলীপ।
Suvendu Adhikari: 'দিল্লিতে বিজেপি এমন করলে তৃণমূল সাংসদরা টিকতে পারবেন তো?' প্রশ্ন শুভেন্দুর
'২১-এ একের পর এক বিজেপি কর্মী খুন করেছেন'। 'বারবার রক্তাক্ত হয়েছে বিজেপি, বিচার মেলেনি'। 'খুনিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে'। '২৩-এ দক্ষিণ ২৪ পরগনায় পঞ্চায়েত নির্বাচন হয়নি, সন্ত্রাস চলেছে'। 'মনোনয়ন জমা দিতে বাধা থেকে জয়ের সার্টিফিকেট পর্যন্ত ছিনিয়ে নিয়েছে'। 'কোনও হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি, এখানে গণতন্ত্র বলে কিছু নেই'। 'চব্বিশের ভোটে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে ভোট লুঠ হয়েছে'। 'এখানে গণতন্ত্র বলে কোনও শব্দ নেই'। পৃথিবী গোল, সব হিসেব হবে, হুঙ্কার শুভেন্দুর । 'ভাইপো অ্যান্ড কোম্পানি সারাজীবন থাকবে না'। 'মমতা ও ভাইপোর ইশারায় কাজ করছে পুলিশ'। 'দিল্লিতে বিজেপি এমন করলে তৃণমূল সাংসদরা টিকতে পারবেন তো?' হাইকোর্টের অনুমতি নিয়ে ফের বারুইপুরে শুভেন্দু অধিকারীর। SP অফিসের বাইরে বিজেপির প্রতিবাদ সভা ।