WB News: আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'রাজসাক্ষী' তাঁরই জামাই !
ABP Ananda Live: আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'রাজসাক্ষী' তাঁরই জামাই ! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় 'রাজসাক্ষী' পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য । বিচারপ্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতে চেয়ে আবেদন পার্থর জামাইয়ের: ইডি সূত্র। ব্যাঙ্কশাল আদালতে ইডির স্পেশাল কোর্টে আবেদন কল্যাণময় ভট্টাচার্যর। কীভাবে দুর্নীতি হয়েছে, কোথায় গিয়েছে দুর্নীতির টাকা কোর্টকে জানাতে চেয়ে আবেদন: ইডি সূত্র। কোনও চাপ নেই, সদিচ্ছায় কোর্টকে জানাতে চান পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই: ইডি সূত্র। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 'রাজসাক্ষী' কল্যাণময়র বয়ান রেকর্ড হবে। রাজসাক্ষী হওয়ার কোনও রাড়তি সুবিধা পাবেন না কল্যাণময় ভট্টাচার্য: আদালত।
পার্কিং নিয়ে বচসার জেরে বাঙালি বিজ্ঞানীকে পিটিয়ে খুনের অভিযোগ, পাঞ্জাবের মোহালিতে চাঞ্চল্য
পার্কিং নিয়ে বচসার জেরে বাঙালি বিজ্ঞানীকে পিটিয়ে খুনের অভিযোগ, পাঞ্জাবের মোহালিতে চাঞ্চল্য। নিহত অভিষেক স্বর্ণকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে কর্মরত ছিলেন জন্মসূত্রে । বাংলার ছেলে হলেও মোহালিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, এক প্রতিবেশীর সঙ্গে গাড়ি পার্ক করা নিয়ে ঝামেলায় জড়ান ওই বিজ্ঞানী । অভিযোগ, সেই সময় ওই প্রতিবেশী বিজ্ঞানীকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।