Saline Controversy: ৬ মাস পার, রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের টেস্টিং রিপোর্ট আজ অবধি অধরা

ABP Ananda Live: সেই জুন মাসে, স্টেট ড্রাগ টেস্টিং ল্য়াবে পরীক্ষার জন্য় পাঠানো হয়েছিল, রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের নমুনা। ৬ মাস পেরিয়ে যাওয়ার পরও, সেই রিপোর্ট আজ অবধি সামনে আসেনি! সূত্রের দাবি, স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাবরেটরি’-তে এখনও ওই স্যালাইনের কয়েকটি নমুনা পড়ে রয়েছে! যে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের বিরুদ্ধে এখন গুরুতর অভিযোগ উঠছে, সেই ল্য়াবেরটরিতে আগেই পৌঁছেছিল এবিপি আনন্দ। সেখানে গিয়ে দেখা যায়, ল্যাবরেটরির অবস্থা তথৈবচ। ল্য়াবরেটরির ৬টি বিভাগে যেখানে ৪৭ জন অ্য়ানালিস্ট থাকার কথা সেখানে আছেন মাত্র ১০ জন।

দিল্লিতে ডেকে পাঠানো হল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে:

এদিকে, সীমান্তে উস্কানি, এবার পাল্টা চাপ ভারতেরও। রবিবার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল ইউনূস সরকার। সোমবার, পাল্টা, দিল্লিতে ডেকে পাঠানো হয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। কড়া বার্তা দিয়ে বলা হয়, বর্ডারে সমস্তরকম অপরাধমূলক কাজের মোকাবিলায় বাংলাদেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে বলে ভারত আশাবাদী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola