Siliguri Water Crisis: জলের সমস্যা থেকে রেহাই পেল শিলিগুড়ি। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: জলের সমস্যা থেকে আপাতত রেহাই পেল শিলিগুড়ি (Siliguri)। শুরু হল তিস্তার পরিশ্রুত জল সরবরাহ। ১৫ দিন ধরে তিস্তার বদলে, পানের অযোগ্য মহানন্দার জল শোধন করে সরবরাহ করা হচ্ছিল শিলিগুড়ি পুরসভার তরফে। যা নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছিল ক্ষোভ-বিক্ষোভ। 

সপ্তাহব্যাপী দুর্ভোগের পর অবশেষে স্বস্তি। শিলিগুড়িতে মিটল পানীয় জলের সমস্যা। রবিবার থেকে শিলিগুড়িতে স্বাভাবিক হল পানীয় জল সরবরাহ। অবশেষে তিস্তার পরিশ্রুত পানীয় জল পেলেন বাসিন্দারা। তিস্তা ক্যানালের মেরামতির কাজ শেষ হওয়ায়, রবিবার সকাল ১০টা থেকে শুরু হল তিস্তার জল সরবরাহ। 

পরিশ্রুত পানীয় জল না পেয়ে, চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের। বিক্ষোভ, মেয়রের পদত্যাগ দাবি, শিলিগুড়ি পুরসভার সামনে ধুন্ধুমার। 
গত কয়েক দিন ধরে এই ছবিই দেখা গেছে শিলিগুড়িতে। এই প্রেক্ষিতেই পুরসভার সরবরাহ করা পানীয় জল না খাওয়ার আবেদন জানিয়েছিলেন মেয়র। অবশেষে পানীয় জলের সমস্যা মেটায় এযাত্রায় হাঁফ ছেড়ে বাঁচল শিলিগুড়িবাসী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram