Sougata Roy: 'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস', তাপসকে আক্রমণ সৌগতর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: তাপস রায়কে আক্রমণ সৌগত রায়ের । 'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস' । 'হঠাৎ তৃণমূল ছাড়ল কেন? অনেক লোকের বাড়িতেই তল্লাশি হয়েছে' । 'তাপস নিজেকে পার্টির ঊর্ধ্বে ভাবছিলেন''বরানগরে তাপস ছিলেন ধমক দেওয়ার বিধায়ক' । 'সায়ন্তিকা হচ্ছে ভালবাসার বিধায়ক' । তাপস সবসময় মিটিং ডেকে ধমক দিত: সৌগত  । 'মুচিপাড়ার এক মস্তানকে এনে বরানগরে প্রার্থী করেছিল'
নাম না করে সজলকে কটাক্ষ তৃণমূল সাংসদের 

আজ থেকে চালু হল রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল। এবার থেকে আর পৃথক কলেজের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন করতে হবে না। একটিমাত্র অফিসিয়াল সেন্ট্রালাইজড পোর্টালের (Centralised Admission Portal) মাধ্যমেই একসঙ্গে ২৫টি কলেজে ভর্তির আবেদন করা যাবে, এমনকী একই বা ভিন্ন কলেজে মোট ২৫টি কোর্সে আবেদন (West Bengal College Admission) করা যাবে বলেও জানা গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের উদ্বোধন করেন। ফলে একটিমাত্র ওয়েবসাইটে এক ক্লিকেই এখন পড়ুয়ারা বাংলার কলেজে ভর্তি হতে পারবেন স্নাতকস্তরে। ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তির আবেদন করতে পারবেন

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram