Awas Yojana: আবাস-তালিকা নিয়ে দিকে দিকে ক্ষোভ, এবার সমীক্ষায় নামখানা থানার পুলিশ
Continues below advertisement
ABP Ananda Live: দিকে দিকে আবাস তালিকা নিয়ে অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ এবং এই অভিযোগকে কেন্দ্র করে সমীক্ষক দলকে বিক্ষোভের মুখেও পড়তে হচ্ছে। এবার সমীক্ষা শুরু করল নামখান থানার পুলিশ। OC -র নেতৃত্বে নামখানা থানার পুলিশ এই সমীক্ষা শুরু করেছে। আবাস-তালিকা নিয়ে দিকে দিকে ক্ষোভ। বাংলার বাড়ি প্রকল্পে এবার সমীক্ষার কাজ শুরু করল নামখানা থানার পুলিশ। গতকাল নামখানা পঞ্চায়েত এলাকায় তালিকা খতিয়ে দেখলেন থানার OC। দেখা গেল, তালিকায় নাম থাকা ২ জনের পাকা বাড়ি রয়েছে। তাঁদের দাবি, আবেদনের সময় কাঁচা বাড়ি থাকলেও, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে ধারদেনা করে পাকা বাড়ি তৈরি করেছেন। এলাকায় কাঁচা বাড়ির বাসিন্দাদের অনেকেরই নাম নেই আবাস-তালিকায়। ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য।
Continues below advertisement