Sovan Chatterjee : তৃণমূলে ফিরতে চলছেন শোভন চট্টোপাধ্য়ায় ? 'পরিস্কার আকাশে'র ইঙ্গিতপূর্ণ বার্তা

ABP Ananda LIVE : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তৃণমূলে কী ফিরতে চলছেন শোভন চট্টোপাধ্য়ায় ?জল্পনা জিয়ে রেখেই 'পরিস্কার আকাশে'র ইঙ্গিতপূর্ণ বার্তা শোভনের। 'আকাশ পরিস্কার হলে তারা দেখা যাবে'। 'আমি ভাল আছি, সবাই ভাল থাকুন'। মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের।

 

Kolkata News Update: যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে TMCP-রই বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ !

যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে TMCP-রই বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ । সরস্বতী পুজোর পরেও উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ । পরিচালন সমিতির বৈঠক ঘিরে উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ ।পরিচালন সমিতির চেয়ারপার্সন মালা রায়কে ঘিরে বিক্ষোভ। তৃণমূল সাংসদের গাড়ি ঘিরে TMCP-রই একাংশের বিক্ষোভ। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের অভিযোগে TMCP-রই একাংশের বিক্ষোভ! 'কে বহিরাগত, কে ছাত্রছাত্রী আমার পক্ষে বলা সম্ভব নয়।' ভালভাবেই পরিচালন সমিতির বৈঠক হয়েছে: মালা রায়। মালা রায় কলেজ থেকে বেরোতেই বিক্ষোভকারীদের রং! রং মাখিয়ে, জল ছুড়ে TMCP-র বিক্ষোভকারীদের বের করল বহিরাগতরা ! পরে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে ঢুকতে পারলেন TMCP সমর্থকরা। 'TMCP নেতা সাবির আলির অনুগামীরাই বহিরাগত'। সংগঠনের নেতার বিরুদ্ধেই অভিযোগ TMCP-র একাংশের । এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি TMCP নেতা সাবির আলির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola