SSC Case: পুলিশের মারে আহত, চাকরিহারা শিক্ষকদের পরপর নোটিস! ABP Ananda Live
ABP Ananda Live: পুলিশের মারে রক্তাক্ত, চাকরিহারা শিক্ষকদের পরপর নোটিস! বিকাশ ভবনকাণ্ডে চাকরিহারা ২ শিক্ষককে পুলিশের তলব । চাকরিহারা শিক্ষক অমিত ভুঁইয়াকে বিধাননগর উত্তর থানায় তলব। চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডলকে বিধাননগর উত্তর থানায় তলব। চাকরিহারা ২ শিক্ষককে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দাদের নোটিস। চাকরি ফেরত চেয়ে পুলিশের মার, মেহবুব মণ্ডলকে ফের পুলিশের নোটিস। চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডলকে আজই থানায় হাজিরার নির্দেশ। মেহবুবের মন্তেশ্বরের বাড়িতে গিয়ে হাজিরার নোটিস পুলিশের ।
'১ জুন চিঠি দিয়ে চাকরিহারা শিক্ষক অমিত ভুঁইয়াকে ৩১ মে হাজিরার নির্দেশ'। পুলিশের তলব নিয়ে এমনই দাবি চাকরিহারা শিক্ষকদের । আগেও একবার বিধাননগর উত্তর থানায় মেহবুবের হাজিরা, ফের তলবের নোটিস।
'শুধু চাকরিহারাদের জন্য কেন ভাতা?' আদালতে মামলা, প্রশ্নের মুখে এবার গ্রুপ C, গ্রুপ D শিক্ষাকর্মীদের ভাতাও?
গত ১৪ মে, চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D শিক্ষাকর্মীদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকার আর্থিক সাহায্যের ঘোষণা করে। গত ১৪ মে তিনি রাজ্য মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করার পর জানিয়ে দেন, রাজ্যের তরফে চাকরি হারানো শিক্ষাকর্মীদের কঠিন পরিস্থিতিতে রাজ্যের তরফে অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, ‘ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার এই ভাতা বা অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। সেই ভাতা-সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে এবার দায়ের হল মামলা। রাজ্য সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৪টি মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের প্রশ্ন, 'শুধু চাকরিহারাদের জন্য কেন রাজ্য সরকারের ভাতা?'আন্দোলনকারীদের অনেকেরই বক্তব্য সব চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D শিক্ষাকর্মীদের ভাতা ঘোষণা করে মুখ্যমন্ত্রী যোগ্য-অযোগ্য গুলিয়ে দিয়েছেন। যদি তাঁরা ভাতা পান, তাহলে কেন ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সব চাকরিপ্রার্থীদের ভাতা পাবেন না? প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের মনে হচ্ছে, যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাঁরাও এর মাধ্যমে বাড়তি সুবিধে পাবেন। এই মামলার শুনানি হবে ৫ জুন।