Nabanna Abhijaan : ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিল চাকরিহারা ঐক্যমঞ্চ
ABP Ananda LIVE : রাজ্য সরকারের জন্যেই কর্মহীন হাজার হাজার যুবক-যুবতী, এই অভিযোগ তুলে এবার ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিল চাকরিহারা ঐক্যমঞ্চ। ১ বৈশাখ মুখ্যমন্ত্রী বৈঠক না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে, সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারাদের একাংশ দেখা করল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে।
অন্যদিকে সুপ্রিম কোর্টে যেভাবে SSC-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তাতে পরবর্তী নিয়োগ নিয়ে সকুল সার্ভিস কমিশনের ওপর আস্থাই রাখতে পারছে না বিরোধীরা।
অন্যদিকে, আজ রামনবমী। তার আগে কলকাতায় নিরাপত্তা খতিয়ে দেখে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার। ড্রোন, সিসিটিভিতে নজরদারির পাশাপাশি রাস্তায় নেমে নিরাপত্তা সামলাবেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ৫ জন যুগ্ম কমিশনার। থাকছে Heavy Radio Flying Squad। আইন না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন মনোজ ভার্মা।
শনিবার হাওড়ার সাঁকরাইলে মিছিলে দেখা গেল অস্ত্র। অন্যদিকে বেলদায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রানাঘাটে রামনবমীর কর্মসূচিতে শুভেনদু অধিকারীর যোগ দেওয়ার আগেই পড়ল গো ব্যাক পোস্টার। যার পর তৃণমূল ও পুলিশকে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ করেছে তৃণমূল।