WB News: আবাসের মতো ট্যাব নিয়েও কেলেঙ্কারি? অন্ধকারে 'তরুণের স্বপ্ন'?

Continues below advertisement

ABP Ananda Live: কখনও অ্যাকাউন্টে পৌঁছচ্ছেই না  টাকা। কখনও টাকা চলে যাচ্ছে অন্য জেলায় অন্য অ্যাকাউন্টে। দুর্গাপুর থেকে মুর্শিদাবাদ। ট্যাবের টাকা নিয়ে শেষ নেই অভিযোগের। ট্যাবের টাকা নিয়ে এবার তোলপাড় আসানসোলে। ৭ পড়ুয়ার টাকা ঢুকল সুদূর উত্তর দিনাজপুরে একই ব্যাঙ্কের অন্য শাখায়! ঢুকতেই উধাও। থানায় নালিশ। মুর্শিদাবাদ থেকে ঝাড়গ্রাম। ট্যাবের জন্য বরাদ্দ টাকা উধাও! সালারে গায়েব ১৩ পডুয়ার টাকা। ঝাড়গ্রামে ৫০টি অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ। জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির মধ্যেই মুর্শিদাবাদে উলট পূরাণ। মুর্শিদাবাদের ১৭টি স্কুলের প্রায় ৫ হাজার পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার টাকা! কীভাবে ট্যাবের লক্ষ লক্ষ টাকা উধাও? এবার নড়েচড়ে বসল নবান্ন। মুখ্যসচিব, ডিজিপির উপস্থিতিতে ডিএম-এসপিদের বৈঠক। তদন্তের নির্দেশ। 

আরও খবর, প্রয়াত অভিনেতা তথা নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ১৯৮৫ সালে সঙ্গীত-নাটক অ্যাকাডেমি পুরস্কার পান। ২০০৫ সালে এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক। সকাল ৮টা বেজে ৫০ মিনিটে জীবনাবসান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram