Suvendu Adhikari :পুজো অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দুর ?

ABP Ananda LIVE : চলতি বছরে এবার ১ লক্ষ ১০ হাজার টাকা পুজো অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই, জোর কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার। 'একলাফে পুজো অনুদান বাড়ল ২৫ হাজার টাকা , ঘুষ দিয়ে লাভ নেই' , খোঁচা শুভেন্দুর।এদিন শুভেন্দু একাধিক ইস্যুতে কথা বলেন। তীব্র আক্রমণ শানান মমতাকে। তিনি বলেন, নবান্ন অভিযানের দিন পালান কেন ? নবান্ন অভিযানের বীরভূমে পালিয়েছিলেন। আমি বলেদিলাম, ৯ অগাস্ট বাড়ি থেকে বের হবে না। নয় পালাবে । প্রত্যেকবারে পালায়।.. আপনি রাতে জেগে থাকুন। আর দিনের বেলা ঘুমোন। কোনও অসুবিধা নেই। বাংলা আপনাকে বিসর্জন দেবে। বাংলার জনগণের গর্জন, ছাব্বিশের মমতার বিসর্জন।'অপরদিকে, শুভেন্দুর মুখে 'বিসর্জন' শব্দটি শুনতেই, দুর্গাপুজোর বিসর্জনের ইস্যুতে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। মূলত এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, '৫ অক্টোবর পুজো কার্নিভাল, ২, ৩ ও ৪ অক্টোবর বিসর্জনের দিন।' সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, তিনি বলেন, উনি কে ? উনি একবছর দুর্গাপুজার বিসর্জন বন্ধ করেছিলেন, মহরম ছিল বলে। পঞ্জিকা-শাস্ত্র মতে হবে। ক্লাব বসে ঠিক করবে।  যদি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি টানানোর শর্তে টাকা নেন, তাহলে আর যাই হোক অভয়ার বাবা-মার সঙ্গে, অন্যায় করা হবে। যে ক্লাব মমতার দেওয়া টাকা প্রত্যাখ্যান করবে, তাঁরা আমাকে জানাবেন, তাঁদের পাশে বিরোধী দলনেতা আছে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola