WB News: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাপস মণ্ডলের জামিন

ABP Ananda Live: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাপস মণ্ডলের জামিন।  ED -র মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের পর CBI -র মামলায় জামিন তাপসের। তাপস মণ্ডলের সঙ্গে জামিন পেলেন এস বসু রায় কোম্পানির আধিকারিক কৌশিক মাঝিও। 

আরও খবর, আর জি কর-কাণ্ডের প্রতিবাদ এবার মা দুর্গার আগমনেও। মুখে কালো কাপড় বেঁধে, হাতে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্য়াকার্ড নিয়ে প্রতিমা নিয়ে এলেন জলপাইগুড়ির বর্ধিত মহন্ত পাড়া মহিলা পুজো কমিটি। প্রতিমা নিয়ে আসার পর মুখে কালো কাপড় বেঁধে প্রতিমা বরণ করেন মহিলারা। 'অনশনকারী ডাক্তারদের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে, সরকার দ্রুত হস্তক্ষেপ করুক' দাবি চিকিৎসকদের। কুলতলিতে তুমুল উত্তেজনা, পুলিশের গাড়ি ভাঙচুর। বিক্ষোভের জেরে ফিরতে হল পুলিশকে। রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের
এসডিপিও-কে ধাওয়া স্থানীয়দের। পুলিশের দিকে চটি উঁচিয়ে বিক্ষোভ। গাড়িতে থাকা পুলিশকর্মীদের হাত ধরে টানাটানি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola