Illegal Property : তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়িই অবৈধ ! অভিযোগ সজল ঘোষের

ABP Ananda LIVE: বহুতল বিপর্যয়ে তোলপাড়ের মধ্যেই এবার শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। '১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িই অবৈধ'। 'সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়'। বাড়ির একটি ফ্লোর অবৈধ, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। 'আগে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েও পরে বৈধ বলে ঘোষণা পুরসভার'। অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। অভিযোগ অস্বীকার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের। 

স্বাস্থ্যমন্ত্রীর সাসপেনশন চাওয়া কি খুব অনৈতিক? ১২ জনকে সাসপেন্ড করে আপনি দায় এড়াতে পারেন না : অনিকেত মাহাতো

স্যালাইনকাণ্ডে চিকিৎসকদের সাসপেন্ড হওয়া এবং জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশ যাওয়া প্রসঙ্গে কী বলছেন আরেক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো 

অনিকেতের কথায়, ২০১৫ সালে যখন এভাবে রোগী মৃত্যু হয়েছিল তখনও জানানো হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ২০২২, ২০২৩ সালে যখন আর জি কর, ন্যাশনাল মেডিক্যাল, কলকাতা মেডিক্যাল, ইমামবড়া হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল, বারাসাত হাসপাতালে এভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটাও জানানো হয়েছিল তৎকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। স্বাস্থ্য ভবনেও দেওয়া হয়েছিল তথ্য। তাহলে তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? সেই দিনের গাফিলতির দায় কার? কেন কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা তখন নেওয়া হল না? তাহলে ওই মায়েদের মৃত্যুর দায় কার? স্বাস্থ্য ভবন সদুত্তর দিতে পারবে? স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি কি এই দায় এড়াতে পারেন? ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করে দেওয়া হল। তাহলে আমরা যদি আজকে স্বাস্থ্যমন্ত্রীর সাসপেনশন দাবি করি, সেটা কি খুব অনৈতিক হবে? বিগত ২-৩ বছর ধরে বিভিন্ন সরকারি হাসপাতালে যে রোগী মৃত্য হচ্ছে, একই প্যাটার্নে প্রসূতিদের মৃত্যু হচ্ছে, তার দায় কার? মানবিক মূল্যবোধের দিক থেকে আপনি (স্বাস্থ্যমন্ত্রী) কোথায় যাবেন? অপদার্থতার জায়গা তৈরি করবেন না। সকলের সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola