TMC News: দলের প্রতিষ্ঠা দিবসের দিন ঐক্যবদ্ধের বার্তা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর

Continues below advertisement

ABP Ananda Live: দলের প্রতিষ্ঠা দিবসের দিন বার্তা দিতে গিয়ে বারবার ঐক্যবদ্ধ, সঙ্ঘবদ্ধ হওয়ার কথা শোনা গেল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর গলায়। কিন্তু যে দল গত ১৩ বছর ধরে ক্ষমতায় তাকে কেন বারবার ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিতে হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। রাজনীতি ক্ষমতার নয়, সেবার বিষয়- প্রতিষ্ঠা দিবসে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আরও খবর, অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে মগজধোলাই? পড়াশোনা করানোর নামে জঙ্গিদের বৈঠক? মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গির সঙ্গে, অনুমোদনহীন মাদ্রাসার যোগ উঠে আসার পর, এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে গোয়েন্দাদের মনে। সম্প্রতি, অসম STF-এর 'অপারেশন প্রঘাতে' গ্রেফতার হয়েছে আনসারুল্লা বাংলা টিমের ১২ কুখ্যাত জঙ্গি। ধৃতদের মধ্যে রয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়ার দুই বাসিন্দা আব্বাস আলি এবং মিনারুল শেখ। এই আব্বাসের সঙ্গেই মিলেছে অনুমোদনহীন মাদ্রাসা-যোগ। অভিযোগ, হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল আব্বাস। জানা গেছে, ধৃত মিনারুল শেখের বাড়ি থেকে আব্বাসের এই অনুমোদনহীন মাদ্রাসার দূরত্ব বেশ কয়েক কিলোমিটার। তা সত্ত্বেও সেখানেই ছেলেকে ভর্তি করেছিল ধৃত আরেক জঙ্গি মিনারুল। স্থানীয়দের দাবি, নিয়মিত সেখানে যাতায়াত ছিল মিনারুলের।তদন্তকারীদের মনে প্রশ্ন জেগেছে, এভাবেই কি অনুমোদনহীন মাদ্রাসাগুলোকে ব্য়বহার করত জঙ্গিরা? মগজধোলাইয়ের পাশাপাশি কি জঙ্গিদের বৈঠকও হত অনুমোদনহীন মাদ্রাসায়? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram