TMC News : তৃণমূল বনাম তৃণমূলের এলাকা দখলের লড়াইয়ে ফের উত্তপ্ত বেলেঘাটা

ABP Ananda LIVE : তৃণমূল বনাম তৃণমূলের এলাকা দখলের লড়াইয়ে ফের উত্তপ্ত বেলেঘাটা। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর মা-ভাইকে ছুরির কোপ মারার অভিযোগ উঠল রাসমণি বাজার এলাকায়। তৃণমূল কর্মীর ভাইয়ের অভিযোগ, গতকাল দুপুরে সৌরভ দাস নামে একজন তাঁর দাদার খোঁজে বাড়িতে এসে হামলা চালায়। তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারার পাশাপাশি আক্রমণ করে তৃণমূল কর্মীর মাকেও। এখনও অধরা হামলাকারী। গত মাসেই তোলাবাজি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে বেলেঘাটার এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। এবার সেই ৩৪ নম্বর ওয়ার্ডে এক তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠল।

মহাকুম্ভে ফের বিপর্যয়, এয়ার বেলুন ফেটে ঝলসে গেলেন পুণ্যার্থীরা

মৌনি  অমাবস্যার বসন্ত পঞ্চমী। আবারও অমৃতস্নানের তিথিতে বিপদ প্রয়াগরাজে। অগ্নিকাণ্ড, পদপিষ্টকাণ্ডের পর মহাকুম্ভে ফের  মর্মান্তিক দুর্ঘটনা। এবার বসন্ত পঞ্চমীর পুণ্যস্নানের দিন এয়ার বেলুন ফেটে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা।  আগুনে ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী। 

সোমবার ছিল  বসন্ত পঞ্চমী। এদিন প্রয়াগরাজে গঙ্গায় অবগাহন করেন লক্ষ লক্ষ মানুষ। যদিও মৌনি অমাবস্যার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার প্রশাসন ছিল বেশি সতর্ক। ভিড় সুশৃঙ্খল রাখার চেষ্টাও চোখে পড়ে। তারপরও আটকানো গেল না এই দুর্ঘটনা।  প্রয়াগরাজের সেক্টর ২০-তে আখাড়া মার্গের কাছে দুর্ঘটনা ঘটে। মাটি থেকে কিছু ওপরে উঠেই হিলিয়াম গ্যাস ভর্তি এয়ার বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন ৬ পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। আহতদের মধ্যে ২ জন হৃষিকেশ, বাকিরা প্রয়াগরাজ, হরিদ্বার, মধ্যপ্রদেশের ইন্দৌর ও খারগোনের বাসিন্দা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola