Sovandeb Chatterjee: 'এত টাকা পাচ্ছেন কোথা থেকে, আন্দোলনের নামে কী করছেন তাঁরা?' প্রশ্ন শোভনদেবের

Continues below advertisement

ABP Ananda Live: তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রী-সাংসদের নিশানায় ডাক্তাররা। সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের প্রচারে দেগঙ্গায় গিয়ে শোভনদেব বলেন, ডাক্তারবাবুরা এত টাকা পাচ্ছেন কোথা থেকে? আন্দোলনের নামে তাঁরা কী করছেন? কীসের আন্দোলন? হাসপাতালে দালালরাজ চালান ডাক্তাররাই। মমতা আর আমার বাড়ির পাশেই SSKM, সেখানে একশো-দেড়শো দালাল ঘুরে বেড়াচ্ছে। ৫০ হাজার টাকা নিয়ে রোগীদের কেবিন পাইয়ে দিচ্ছে। দালালরা কমিশন পাচ্ছে, আর টাকার বেশিরভাগটা যাচ্ছে ডাক্তারদের কাছে। এই তো ডাক্তারদের চরিত্র।এবার পরিষদীয় মন্ত্রীর নিশানায় ডাক্তাররা।  

আরও খবর, ফের রাতের কলকাতায় অগ্নিকাণ্ড। রাত ১২টা নাগাদ ট্যাংরার বিচালিঘাটে ক্যানাল সাউথ রোডে একটি চামড়ার গুদামে আগুন লাগে। গুদামে রং ও রাসায়নিক মজুত থাকায় দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram