ABP News

TMC News: তৃণমূলে ফের মিলল কালারফুল নেতার সন্ধান!

Continues below advertisement

ABP Ananda Live: তৃণমূলে ফের মিলল "কালারফুল" নেতার সন্ধান। মহেশতলার বিধায়ক দুলাল চন্দ্র দাসকে " কালারফুল" বলে সম্বোধন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'দুলাল চন্দ্র দাস বিধানসভায় আসতে পারছেন, অথচ বয়সের যুক্তি দেখিয়ে আলিপুর কোর্টে যেতে পারছেন না'। 'তিনি একটি পুরসভার চেয়ারম্যান, সেখানকার কাজ রোজ সামলাচ্ছেন, কিন্তু বয়সের যুক্তিতে আদালতে যেতে পারছেন না'। 'তিনি বজবজে নির্বাচনের দ্বায়িতে ছিলেন, সেটা পালন করেছেন, অথচ বয়সের যুক্তিতে আদালতে যেতে পারছেন না'। কলকাতা হাইকোর্টে সওয়াল শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আলিপুর আদালতে যে ভাষায় কথা বলছেন রত্না চট্টোপাধ্যায় তা প্রকাশ্যে মুখে আনা যায়না, সওয়াল কল্যাণের। আদালত কি মামারবাড়ি নাকি ? যখন যা ইচ্ছা হল করব ?, সওয়াল কল্যাণের। আমি এখন সম্মানজনক , সুষ্ঠু জীবন চাই, আমি ক্লান্ত হয়ে পড়েছি মামলার দীর্ঘসূত্রিতার কারণে, সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
'আট বছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে !' 'এই জাতীয় মামলার দ্রুত নিষ্পত্তি করা হয়' কিন্তু এই মামলা আট বছর চলছে, কারণ রত্না চট্টোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন ডিভোর্স দেব না, সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় সওয়াল-জবাব। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram