
TMC News : রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ। এলাকায় মিছিল তৃণমূলের
ABP Ananda LIVE : রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ। এলাকায় মিছিল তৃণমূলের। লোকসভা ভোটের আগে গতবছর ফেব্রুয়ারি মাসে হুগলির আরামবাগের সভায় দেবকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় আশ্বাস দিয়েছিলেন, রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে। সেই প্রতিশ্রুতির বর্ষপূর্তিতে ঘাটাল মাস্টার প্ল্যানেও ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। ঘাটাল মাস্টার প্ল্য়ান নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। 'ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই সফল হতে চলেছে', বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বললেন দেব'
WB Budget LIVE : কন্যাশ্রী প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি খরচ করে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
'ভোট এলে একরকম কথা বলে কেন্দ্রীয় সরকার'। 'আমাদের বাজেটে আমরা সেরকম কিছু করিনা'। 'আমাদের রাজস্ব থেকে আমরা বাজেট বরাদ্দ করি' । 'সব কর তুলে নিয়ে যায় কেন্দ্র, আমরা কিছু পাই না'। 'গ্রামীণ বাড়ি বন্ধ করে দিয়েছে কেন্দ্র, তাও আমরা করছি' । '১০০ দিন থেকে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র' । 'সীমিত সাধ্যে ২৮ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধে' । আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না: মুখ্যমন্ত্রী । 'রাজ্যপাল তাঁর ভাষণে ঐক্যশ্রী প্রকল্পের কথা বলেছিলেন' । 'মার্চের মধ্যে ৪৫ লক্ষই এই প্রকল্পের সুবিধে পেয়ে যাবে' । 'অন্য রাজ্য আমাদের থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নকল করেছে' । আমরা বাজেটে যে কথা দিন, তা পূরণ করি: মুখ্যমন্ত্রী । 'আরও কর্মসংস্থান তৈরি করাটাই আমাদের লক্ষ্য' । 'এবার আমরা সাড়ে ৪ লক্ষ কোটি টাকার শিল্প প্রস্তাব পেয়েছি', মন্তব্য মমতার