Murshidabad: নববর্ষের আনন্দ উধাও মুর্শিদাবাদে সুতি থেকে সামশেরগঞ্জ-চারিদিকে শুধুই তাণ্ডবের ক্ষতচিহ্ন

ABP Ananda LIVE : নববর্ষের আনন্দ উধাও মুর্শিদাবাদে। সুতি থেকে সামশেরগঞ্জ-চারিদিকে শুধুই তাণ্ডবের ক্ষতচিহ্ন। সব হারিয়ে চোখে মুখে এখনও আতঙ্ক। অশান্ত মুর্শিদাবাদে এবার আসছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ নেতাজি ইন্ডোরে ইমামদের সভায় মুখ্যমন্ত্রী। আজই শহিদ দিবস পালন করবে বিজেপি। অশান্ত মুর্শিদাবাদে এবার আসছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ নেতাজি ইন্ডোরে ইমামদের সভায় মুখ্যমন্ত্রী। আজই শহিদ দিবস পালন করবে বিজেপি। জ্বলছে বাংলা, হামলাকারীদেরই ছাড় দিয়ে শান্ত থাকতে বলছেন মুখ্যমন্ত্রী। সুুর চড়িয়ে আক্রমণে যোগী আদিত্যনাথ। আগে নিজের রাজ্য দেখুন, পাল্টা কুণাল। নতুন বছরে চোখে জল চাকরিহারাদেরও, কাল যন্তরমন্তরে ধর্না। ওয়াই চ্যানেলে অবস্থান। ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। চাকরি ফেরতের দাবিতে সোমবার শিক্ষক-শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান। পাশে থেকে সামিল হওয়ার দাবিতে সৌরভের বাড়িতে হাজির! ওয়াকফ-আঁচে ফুটছে রাজ্য, আজ ইমামদের সভায় কী বার্তা মুখ্যমন্ত্রীর? মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আজই ‘হিন্দু শহিদ দিবস’ পালনের ডাক বিজেপির। SSC-র আন্দোলন এবার দিল্লিতে, আজ যন্তরমন্তরে ধর্নায় চাকরিহারারা। ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা, আজ সুপ্রিম কোর্টে শুনানি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola