Kolkata News: নিশানায় সংবাদমাধ্যম, সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ। ABP Ananda Live
Kolkata: ফের নিশানায় সংবাদমাধ্যম, ফের আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ। বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ (West Bengal Police)। কী কারণে আবাসনে হানা, তা নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। বাইরে থেকে আপাতত কাউকে আবাসনে ঢুকতে দেওয়া হচ্ছে না। ABP Ananda Live