Ghantakhanek Sange Suman: এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে তল্লাশি। ABP Ananda Live

Kolkata: ফের নিশানায় সংবাদমাধ্যম, ফের আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে এবিপি আনন্দর (ABP Ananda) সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পুলিশ। বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)। বৃহস্পতিবারের সকালে কলকাতার একটি আবাসনে হানা দিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendra Police Station)। এই আবাসনেই থাকেন এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহা। বিশাল পুুলিশ বাহিনী এই আবাসন ঘিরে রেখেছে। কী কারণে আবাসনে হানা? তা নিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। বাইরে থেকে আপাতত কাউকে আবাসনে ঢুকতে দেওয়া হচ্ছে না। ABP Ananada Live     

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola