Rajeev Kumar: 'উৎসব সবার, আমরা সবাই একসঙ্গে মিলে তা পালন করব', বললেন রাজীব কুমার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'সুড়ঙ্গ তো পাওয়া গেছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা এই ঘটনা ঠিকভাবেই দেখছি, কী জন্য হয়েছিল',মন্তব্য ডিজির। রাজ্যপুুলিশের(west bengal police) ডিজির(DG) দায়িত্ব নিলেন রাজীব কুমার ।'সবাই একসঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করুন'। 'ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তায় প্রস্তুত পুলিশ'। 'আপনারা সকলে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন, অন্যদের যাতে অসুবিধা না হয় তাও লক্ষ্য রাখবেন। উৎসব সবার, আমরা সবাই একসঙ্গে মিলে তা পালন করি', বললেন রাজীব কুমার(Rajeev Kumar)।
কুলতলির পয়তারহাট গ্রামে বসেই দীর্ঘ ১৫ বছর ধরে নকল সোনার কারবার চালাচ্ছিল প্রতারক সাদ্দাম সর্দার, তার ভাই সায়রুল-সহ গোটা পরিবার। পুলিশের দাবি, গ্রেফতারের পর জেরায় স্বীকার করেছেন সাদ্দাম ও সায়রুলের স্ত্রী। কী ছিল তাদের মোডাস অপারেন্ডি? পুলিশ সূত্রে খবর, বিভিন্ন মূর্তিতে সোনার কোটিং দিয়ে সেটাকেই সোনা বলে চড়া দামে বিক্রি করা হত। ক্রেতাদের টোপ দিয়ে পয়তারহাট গ্রামে নিজেদের ডেরায় ডেকে এনে মারধর করে টাকা লুঠ করত সাদ্দাম ও তার দলবল। সাদ্দামের শোওয়ার ঘরে খাটের নীচে সুড়ঙ্গ-পথ ধরে পালিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। প্রশ্ন উঠছে, সুড়ঙ্গ-পথ কি শুধুই পালানোর জন্য? নাকি, এই পথে খাল দিয়ে লুঠের মাল বা বেআইনি সামগ্রী পাচার করত প্রতারকরা? পুলিশ সূত্রে খবর, নকল সোনা বিক্রির পাশাপাশি, জাল নোট চক্রের সঙ্গেও যুক্ত ছিল সাদ্দামরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola