Dilip Ghosh : ' যে পার্টিতে গেছেন, সে পার্টিতে অনেক নেতা-কর্মীই নিখোঁজ আছেন' , শত্রুঘ্নর নিখোঁজ-পোস্টার নিয়ে মন্তব্য দিলীপের

Continues below advertisement

শত্রুঘ্ন সিন্হা বিহারীবাবু নামে পরিচিত, কিন্তু বিহারীদের সবচেয়ে বড় উত্সব ছটপুজোয় নিজের লোকসভা কেন্দ্রে নিখোঁজ। ছট পুজোর আগে আসানসোলের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এমনই পোস্টার পড়ল কুলটির বিভিন্ন এলাকায়। পোস্টারের নীচে লেখা বিহারী জনতা আসানসোল। পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আনসারির দাবি, এইসব পাগল লোকেদের কাজ।উনি তো মাসে মাসে আসানসোলে আসেন।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন, ' এটা তো হওয়ারই ছিল। উনি মন্ত্রী থাকতেও বিদেশে ঘুরতেন। সাংসদ থাকতেও তাই। তাকে যাঁরা চয়ন করেছেন বিহারী বাবু বলে, তো তাঁদের এটা মেনে নিতেই হবে। সেই জন্য উনি ভারতীয় জনতা পার্টিতে টিকতে পারেননি। কারণ এখানে খেটে, কাজ করে, লোকের সঙ্গে থেকে রাজনীতি করতে হয়, সেটা সম্ভব নয়। যে পার্টিতে গেছেন, সে পার্টিতে অনেক নেতা-কর্মীই নিখোঁজ আছেন। অনেকে ভিতরে চলে গেছেন। সেই কালচারের লোক ঠিকই আছে। মানুষের ভাবার দরকার আছে ' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram