Saline Contro: নিষিদ্ধ 'রিঙ্গার ল্যাকটেট' । প্রয়োজনীয় ফ্লুইড কোথা থেকে সংগ্রহ করছে হাসপাতালগুলি ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি 'রিঙ্গার ল্যাকটেট' নিয়ে তোলপাড়ের মাঝেই একাধিক হাসপাতালের সামনে দেখা গেল উদ্বেগের ছবি। চিকিৎসকের প্রেসক্রাইব করা ফ্লুইড এখনও হাসপাতালের বাইরের দোকানগুলি থেকে কিনে আনছেন রোগীর পরিজনরা। নায্য মূল্যের ওষুধের দোকান থেকে ফ্লুইড সরবরাহ হচ্ছে বলে কতৃপক্ষের তরফে জানানো হলেও, সবক্ষেত্রে কি তা হচ্ছে? ছবি বলছে অন্য কথা।
'বিষাক্ত' স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, আনা হল কলকাতায়। গ্রিন করিডর করে ৩ প্রসূতিকে আনা হল কলকাতায়
'বিষাক্ত' স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, আনা হল কলকাতায়। গ্রিন করিডর করে ৩ প্রসূতিকে আনা হল কলকাতায়। মেদিনীপুর মেডিক্যাল থেকে ৩ প্রসূতিকে SSKM-এ আনা হয়েছে। এদের মধ্যে দুইজনকে ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম রাখা হয়েছে !
শেষ অবধি পাওয়া খবরে, আজকে রাতে কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে না। প্রসূতিদের শারীরিক অবস্থা একইরকম রয়েছে। যাত্রাপথের মধ্যে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়নি। রাস্তায় মাঝপথে শুধু কোলাঘাটের কাছে কিছুক্ষণের জন্য অ্যাম্বুলেন্স থামাতে হয়েছিল।এক চিকিৎসক বলেন চিকিৎসক থামানোর জন্য। এক রোগীনির অবস্থা স্থিতিশীল করে আবার অ্যাম্বুলেন্স রওনা দেয়। এছাড়া আর যাত্রাপথের মধ্যে আর অ্যাম্বুলেন্স কোথাও দাড়ায়নি।