Saline Controversy: প্রসূতির মৃত্যু, 'বিষাক্ত' RL স্যালাইনের দোসর কি অতিরিক্ত অক্সিটোসিন?

ABP Ananda Live: 'রিঙ্গার ল্যাকটেট' বিশুদ্ধ না হওয়াই বিপত্তির কারণ? সূত্রের খবর, মেদিনীপুর মেডিক্য়ালের ঘটনায়, এমনটাই সন্দেহ করছে তদন্ত কমিটি। রিপোর্টে বলা হয়েছে, প্রসূতিদের অসুস্থতার কারণ হিসেবে, 'RL ইনফিউশন' এবং 'অক্সিটোসিন ইঞ্জেকশনে'র ভূমিকা উড়িয়ে দেওয়া যায় না। সূত্রের খবর, তদন্ত কমিটির কাছে মেদিনীপুর মেডিক্য়ালের চিকিৎসকরা জানিয়েছেন, প্রসূতিদের রিঙ্গার ল্য়াকটেট দেওয়ার পরই জটিলতা শুরু হয়। সূত্রের খবর, রিপোর্টে এও বলা হয়েছে,  প্রসূতিদের সমস্যা বাড়িয়েছে 'অক্সিটোসিনে'র অতিরিক্ত ব্যবহার। চিকিৎসকদের একটা বড় অংশের অভিযোগ, কর্ণাটকের যে সংস্থা দেশের বিভিন্ন রাজ্য়ে অক্সিটোসিন সরবরাহ করে, তাদের মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। তাহলে এনিয়ে আগে কেন পদক্ষেপ করল না রাজ্য়ের স্বাস্থ্য় দফতর? সেই প্রশ্ন তুলছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola