ABP News

Saline Contro: স্যালাইন নিয়ে বিতর্ক, সরিয়ে দেওয়া হল স্বাস্থ্য দফতরের স্পেশাল কমিশনারকে

Continues below advertisement

ABP Ananda Live: স্য়ালাইনকে আজ কার্যত ক্লিনচিট দিয়েছেন মুখ্য়মন্ত্রী।বলেছেন, পিছনে অন্য় কাহিনী থাকতে পারে। স্বাস্থ্যসচিবও দাবি করেছেন,যে ওষুধ দেওয়া হয়েছে, তা আগেই পরীক্ষিত। কিন্তু প্রশ্ন উঠছে, ১০ ডিসেম্বর ড্রাগ কন্ট্রোল উৎপাদন বন্ধ করার নির্দেশ দিলেও তখনই প্রয়োগ বন্ধ করতে বলা হল না কেন? ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রসঙ্গেই বা কেন মুখ্য়মন্ত্রী কিংবা স্বাস্থ্য়সচিব কিছু বললেন না? এই নিয়ে বিতর্কের মধ্যেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল, স্বাস্থ্য দফতরের স্পেশাল কমিশনার চৈতালি চক্রবর্তীকে। তিনি 'মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের' মাথায় ছিলেন। অর্থাৎ ওষুধ ও চিকিৎসার সব সরঞ্জাম কেনা এবং সরবরাহের দায়িত্ব ছিল তাঁর উপরই।

 

প্রসূতি মৃত্যুতে তোলপাড়, 'সাসপেন্ড ১২জন ডাক্তার', ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে, মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালের প্রসূতি মৃত্য়ুর ঘটনায়, ছজন সিনিয়র ডাক্তার এবং ছজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করল রাজ্য় সরকার। এই বারোজনের মধ্য়ে আছেন, মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সুপারও। আজ সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। তিনি দাবি করেছেন, স্বাস্থ্য় দফতর ও CID, দুটো তদন্তেই চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, তাই এই পদক্ষেপ নেওয়া হল। পাশাপাশি এই বারোজন চিকিৎসকদের বিরুদ্ধে আগামীদিনে CID, FIR করবে । যদিও চিকিৎসকদের পাল্টা দাবি, নিষিদ্ধ স্য়ালাইনে প্রসূতি মৃত্য়ু ঘিরে যে বিতর্ক চলছে, তা থেকে নজর ঘোরাতেই এই সাসপেনশনের চক্রান্ত করেছে রাজ্য় সরকার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram