Sankar Ghosh: 'মানুষকে বিভ্রান্ত করে SIR বন্ধ করার চেষ্টা করছেন...',মুখ্যমন্ত্রীকে আক্রমণে শঙ্কর ঘোষ
ABP Ananda LIVE : ভোট এলেই NRC, ভোটার তালিকায় নাম কাটতে হবে। নির্বাচন কমিশন দয়া করে বিজেপি-র ললিপপ হবেন না। তাহেল দেশের মানুষ ক্ষমা করবেন না। বলছে বাংলায় নাকি বাংলাদেশীরা থাকেন। দেশভাগের পর আপনারা কী করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন, পঞ্জাবকে ভাগ করেছিলেন। আন্দামানের সেলুলার জেলে চলে যান। ওখানে দেখবেন ৯০ শতাংশ উপর বাঙালি ছিলেন। ১০ শতাংশ ছিল পাঞ্জাবি। বাংলাকে শায়েস্তা করতে পারবে না জেনেই বাংলাকে ভাগ করে। পাঞ্জাবকেও ভাগ করেছিল। কই সেকথা তো বলো না। বাংলাদেশ তো আমরা তৈরি করিনি। তোমরা করেছো! তোমাদের প্রপিতামহরা করেছে। এখন বাংলাকে দেখে লুচির মতো ফোলে: মমতা। বর্ধমানে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জেলার জন্য আরও একাধিক প্রকল্পের কথা জানান।