Siliguri News: শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, সংঘর্ষে ২ জন আহত

ABP Ananda Live: শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা। তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের সঙ্গে AIDSO-র হামলা ধস্তাধস্তি। সংঘর্ষে ২ জন আহত। শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে উত্তেজনা। 

 

 মাঝেরহাট স্টেশনে সিগন্যাল-বিভ্রাট, শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

সপ্তাহের প্রথম কাজের দিন, উচ্চ মাধ্যমিক শুরুর আগে মাঝেরহাট স্টেশনে সিগন্যাল-বিভ্রাট। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল সূত্র খবর, সকাল ৭টা ৩৫ মিনিটে মাঝেরহাট স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। এরপর সকাল ৮টা ৪৮-এ ফের ট্রেন চলাচল শুরু হয়। ব্যস্ত সময়ে একঘণ্টা ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। 

 

ক্যাম্পাসেই শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট ছাত্র, 'বানানো' তত্ত্ব খারিজ, কী বলছেন যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়

ক্যাম্পাসেই শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট ছাত্র, 'বানানো' তত্ত্ব খারিজ। এবিপি আনন্দ এক্সক্লুসিভ যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়। বানানো তত্ত্ব খারিজ করে ইচ্ছাকৃত গাড়িতে পিষে দেওয়ার অভিযোগ! 'ইচ্ছাকৃতভাবে গাড়িতে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল'। 'খোদ শিক্ষামন্ত্রীই গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন'। 'গাড়ি থামাতে বলেছিলাম, উল্টে গাড়ির গতি বাড়িয়ে দেওয়া হয়েছিল'। 'শিক্ষামন্ত্রী ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছেন, তাও মিথ্যে রটানো হচ্ছে'। মিথ্যে বললে হাসপাতালে ভর্তির সময় মিলিয়ে দেখার চ্যালেঞ্জ। বিরুদ্ধ স্বর দমন করাই উদ্দেশ্য ছিল তৃণমূলের: ইন্দ্রানুজ রায়। 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola