Election Commission : ভোটারদের মুচলেকা নিচ্ছে কমিশন, অভিযোগ BLO ঐক্য মঞ্চের | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: SIR-র মধ্যেই অভিযোগ তুলেছে বিএলও ঐক্যমঞ্চ যে ভোটারদের মুচলেকা দিচ্ছে কমিশন। কয়েকটি জেলায় ভোটারদের মুচলেকা নেওয়া হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপিং-এর জন্য নেওয়া হচ্ছে মুচলেকা। কেন এমন হবে? সব জায়গায় একই হওয়া উচিত, এমনটাই দাবি করেছে বিএলও ঐক্যমঞ্চ। শাসক দলকে সাহায্য করতে ডিএম, ভিডিওরা ইচ্ছে করে করছে না তো? মানুষের মধ্যে ক্ষোভ বাড়লে, সেই ক্ষোভ কাজে লাগাতে পারে শাসক দল। আশঙ্কা বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের।

 

বেলডাঙায় অশান্তি, পরপর ২ দিন আক্রান্ত সংবাদমাধ্যম, গ্রেফতার মোট ৩০, জালে সাংবাদিক নিগ্রহের মূল অভিযুক্তও

মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করল পুলিশ। সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ঘটনার সময়ের ছবি, ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি পুলিশ সূত্রে। এর মধ্যে বেলডাঙায় সাংবাদিক সোমা মাইতিকে মারধরের ঘটনায় অভিযুক্ত চার জনও রয়েছে। অশান্তির ঘটনায় মূল অভিযুক্ত মতিউর রহমানকেও গ্রেফতার করা হয়েছে।             

পুলিশের তরফে গ্রেফতার হওয়া ব্যক্তিদের ছবি প্রকাশ করা হয়েছে। তাদের কারও হাতে লাঠি, কারও হাতে বাঁশ। কেউ বা ফ্লেক্স, ব্যারিকেড, ঠিকাদার সংস্থার অফিস ভাঙচুর করে সেইসব জিনিস নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। গোটা ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের আদালতে পেশ করা হবে। গতকাল দেরিতে হলেও পুলিশের অ্যাকশন দেখা গিয়েছিল চোখে। বিভিন্ন জায়গায় চলে ধরপাকড়। সোশ্যাল মিডিয়ায় থা

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola