ECI : ভুয়ো ভোটার ধরতে এবার কমিশনের নতুন কৌশল, ভোটারদের ছবি চিহ্নিত করতে নেওয়া হবে 'AI'-এর সাহায্য
ABP Ananda LIVE : ছাব্বিশের ভোটের আগে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। এদিকে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই, সীমান্ত এলাকায় ভুরিভুরি ভুয়ো ভোটার ধরা পড়েছে। কোথাও তা আবার ভুতুড়ে ! তবে এবার ভুয়ো ভোটার ধরতে এবার কমিশনের অস্ত্র 'AI'। মূলত ভুয়ো ভোটার ধরতে 'AI'-এর সাহায্য নেবে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটারের ছবি চিহ্নিত করতে 'AI'- ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।সম্প্রতি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ১০০ নম্বর বুথে বাংলাদেশি ভোটারের হদিশ মিলেছিল। এলাকাবাসীর দাবি, ভোটার তালিকায় নাম থাকা সালাম গাজি আদতে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। অভিযোগ, বাংলাদেশের আবদুস সালাম গাজিই এদেশে ঢুকে হয়ে গেছিলেন সালাম গাজি। তৈরি করেছিলেন জাল আধার কার্ডও। আসল নাম আব্দুস সালাম গাজি! কিন্তু ভারতের ভোটার কার্ডে নাম বদলে হয়ে গেছে সালাম গাজি। নাম বদলে না কি আধার কার্ডও বানিয়ে ফেলেছেন। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে এই ঘটনা সামনে এসেছে। হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১০০ নম্বর বুথের ভোটার তালিকায় জ্বলজ্বল করছে সালাম গাজির নাম। কিন্তু স্থানীয় সূত্রে দাবি, সালাম গাজির আসল নাম আব্দুস সালাম গাজি। আদতে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। কয়েক বছর আগে ভারতে আসেন তিনি। অভিযোগ, এরপর নাম পরিবর্তন করে ভারতের ভোটার লিস্টে নাম তুলে নেন। বানিয়ে নেন আধার কার্ড।