Bengal SIR News: SIR আবহে তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ রাজ্যে আসছেন জ্ঞানেশ ভারতী | ABP Ananda Live
ABP Ananda LIVE : SIR আবহে তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ রাজ্যে আসছেন জ্ঞানেশ ভারতী। রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে শুনানি নিয়ে বৈঠক। বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী । শুনানির সঙ্গে এবার বহুতলে ভোটকেন্দ্র করার দিকেও নজর ।
মরশুমের শীতলতম দিন, আরও জাঁকিয়ে পড়বে ঠান্ডা, বর্ষশেষে কত হবে তাপমাত্রা?
বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলে পূবালি হাওয়ার দাপট বেড়েছে, বাধা পেয়েছে উত্তরে হাওয়া। তার ফলে আশা জাগিয়েও ব্যাকফুটে চলে গিয়েছিল শীত। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গেছিল। তবে এবার ফের ঝোড়ো ইনিংস।
মঙ্গলবার ১৩ ডিগ্রির নীচে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ মরশুমের শীতলতম দিন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল থেকেই জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি কম। আগামী কয়েকদিন ঠাণ্ডার এই আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।