Bengal SIR: নিয়মভঙ্গে কড়া নির্বাচন কমিশন,৮ জন BLO-কে শোকজ এবং FIR দায়েরের নির্দেশ

Continues below advertisement

ABP Ananda Live: বাড়ি বাড়ি যাওয়ার বদলে কোথাও বাসস্ট্যান্ড থেকে বিলি হয়েছে এনুমারেশন ফর্ম! কোথাও বিলি হয়েছে চায়ের দোকান থেকে। আবার কোথাও BLO-র হয়ে প্রক্সি দিয়েছেন তাঁর স্বামী! এরকমই নানা অভিযোগ পেয়ে ৮ জন BLO-কে শোকজ করল নির্বাচন কমিশন। পাশাপাশি FIR দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে ৮ জন BLA-এর বিরুদ্ধে।

 

 

SIR-এর প্রতিবাদে আমরণ অনশনের কর্মসূচী মমতা ঠাকুরের অনুগামীদের, ঠাকুরনগরের অসুস্থ নদিয়ার বাসিন্দা

 SIR-এর প্রতিবাদে ঠাকুরনগরের অনশনে অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল। SIR-শুরুর পরদিন থেকেই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা ঠাকুরের অনুগামী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। এদিকে, দিন যত গড়াচ্ছে SIR-কে কেন্দ্র করেই ততই তপ্ত হচ্ছে ঠাকুরনগরের মতুয়াবাড়ি। 

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের চিকিৎসক ও সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলছেন, 'নিতাই মণ্ডল। ইনি অনশনে বসে আছেন। ইনি আজকে সকালে সম্ভবত হার্ট অ্য়াটাকের মতো সমস্য়া হয়েছে।' SIR-এর ফর্ম বিলি, SIR- বিরোধিতায় অনশন, একদিকে যখন ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে, তখন SIR-বিরোধিতায় অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুরপন্থীদের অনশন কর্মসূচি রবিবার পঞ্চম দিনে পড়ল। আর এদিনই অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল। বয়স ৬৫ বছর। অনশনকারীদের দাবি, এনিয়ে ৫ দিনে মোট ৯ জন অসুস্থ হলেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola