WB SIR News : কীভাবে SIR ফর্ম জমা, দুশ্চিন্তায় বিভিন্ন জেলার ৬ আবাসিক I Basirhat News
ABP Ananda LIVE : SIR আতঙ্ক এবার বৃদ্ধাশ্রমে, ফর্ম জমা নিয়ে আতঙ্ক-উৎকণ্ঠা। কীভাবে ফর্ম জমা, দুশ্চিন্তায় বিভিন্ন জেলার ৬ আবাসিক । উদ্বেগে বসিরহাটের আপনালয় বৃদ্ধাশ্রমের আবাসিকরা । কেউ পরিবারের অত্যাচারের শিকার হয়ে বৃদ্ধাশ্রমে । কারও ছেলে-মেয়ে নেই, আত্মীয়রা রেখে গিয়েছেন বৃদ্ধাশ্রমে । ছেলে-মেয়ে বা আত্মীয়রা কার্যত খোঁজ খবর নেন না। এখনও ভোটার কার্ড নিজেদের বাড়ির ঠিকানায়। এনুমারেশন ফর্মও সংশ্লিষ্ট জেলায় নিজেদের বাড়িতে । কীভাবে ফর্ম পাবেন, কীভাবে জমা দেবেন উৎকণ্ঠায় আবাসিকরা। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে ফর্ম ও নথি আনার চেষ্টা চলছে, দাবি বৃদ্ধাশ্রমের কর্ণধারের। আতঙ্কিত হওয়ার কারণ নেই, জরুরি ভিত্তিতে ব্যবস্থা করা হবে, আশ্বাস বসিরহাট পুরসভার।
জিতলে TATA-কে ফিরিয়ে আনবে বিজেপি, প্রতিশ্রুতি শুভেন্দুর, স্মরণ করালেন রতন টাটার ‘গুড M, ব্যাড M’ মন্তব্য
পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। SIR নিয়ে মিথ্য়াচারের অভিযোগ তুলে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু। আর সেখানেই টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। তৃণমূলকে হারাতে মানুষকে একজোট হতে আহ্বান জানান তিনি। (Suvendu Adhikari)