Bengal SIR: ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের
ABP Ananda Live: ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন কোনও মুসলিম ভোটারের নাম বাদ হতে দেবেন না। একজনও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় থাকবে না বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারের শেষদিনে ভোটচুরি ও SIR ইস্যুতে সুর চড়ালেন রাহুল গান্ধী।
SIR-এর প্রতিবাদে আমরণ অনশনের কর্মসূচী মমতা ঠাকুরের অনুগামীদের, ঠাকুরনগরের অসুস্থ নদিয়ার বাসিন্দা
SIR-এর প্রতিবাদে ঠাকুরনগরের অনশনে অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল। SIR-শুরুর পরদিন থেকেই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা ঠাকুরের অনুগামী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। এদিকে, দিন যত গড়াচ্ছে SIR-কে কেন্দ্র করেই ততই তপ্ত হচ্ছে ঠাকুরনগরের মতুয়াবাড়ি।
অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের চিকিৎসক ও সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলছেন, 'নিতাই মণ্ডল। ইনি অনশনে বসে আছেন। ইনি আজকে সকালে সম্ভবত হার্ট অ্য়াটাকের মতো সমস্য়া হয়েছে।' SIR-এর ফর্ম বিলি, SIR- বিরোধিতায় অনশন, একদিকে যখন ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে, তখন SIR-বিরোধিতায় অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুরপন্থীদের অনশন কর্মসূচি রবিবার পঞ্চম দিনে পড়ল। আর এদিনই অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল। বয়স ৬৫ বছর। অনশনকারীদের দাবি, এনিয়ে ৫ দিনে মোট ৯ জন অসুস্থ হলেন।