SSC Case:কীভাবে 'বিনা পরীক্ষায় পাস'?উল্লেখ SSC গ্রুপ সি মামলায় চূড়ান্ত চার্জশিটে,আদালতে জমা দিল CBI

ABP Ananda LIVE : SSC গ্রুপ সি মামলায় চূড়ান্ত চার্জশিট। আলিপুরের বিশেষ আদালতে চার্জশিট জমা দিল CBI. চার্জশিটে রয়েছে ভিডিও ফুটেজের উল্লেখ। চার্জশিটে রয়েছে কীভাবে পরিকল্পনা করে বিনা পরীক্ষায় পাস করানো হত, তার উল্লেখ। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কণ্ঠস্বরের নমুনা, জানানো হল চার্জশিটে। চূড়ান্ত চার্জশিট জমা পড়ার ফলে চার্জগঠন ও বিচারপ্রক্রিয়া শুরু করতে কোনও বাধা রইল না।নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের হাতে আসা ভিডিও কি সঠিক? সত্যতা যাচাইয়ে ৫ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। আদালতের নির্দেশে আজ গোটা পর্বের ভিডিওগ্রাফি করা হয়। সূত্রের খবর, সেই নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৯ অগাস্ট মিলেছিল আদালতের অনুমতি। সেইমতো SSC-এর গ্রুপ C-র নিয়োগ দুর্নীতি মামলায়, ৫ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সম্প্রতি আলিপুর আদালতে বিচারকের উপস্থিতিতে, SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু, SSC-র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য OMR মূল্যায়ণের দায়িত্বে থাকা NYSA-র প্রাক্তন আধিকারিক নীলাদ্রি দাস, এবং NYSA-র প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। অবশেষে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola