WB News : সেনাবাহিনী, নৌবাহিনীর আইনে মামলা, বিচিত্র ধারা দিয়ে SSC-র অডিও মামলায় আদালতের প্রশ্নের মুখে পুলিশ

ABP Ananda LIVE : ফোনে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করার অভিযোগে ধৃত শিক্ষক রেজাউল হককে জামিন দিল বিধাননগর মহকুমা আদালত। শুধু জামিন নয়... মামলার শুনানিতে পরতে পরতে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হল মামলার তদন্তকারী অফিসার, বিধাননগর পূর্ব থানার IC শঙ্করনারায়ণ সাহাকে। তদন্তকারী আধিকারিকের উদ্দেশ্য়ে বিচারক বলেন - যে যে ধারা আপনারা এই ব্যক্তির (শিক্ষক রেজাউল হক) বিরুদ্ধে দিয়েছেন, তার সঙ্গে ফোনে কথোপকথনের কোনও সামঞ্জস্য নেই। পাশাপাশি, BNS-এর 351(3) ধারার প্রসঙ্গ টেনে, তদন্তকারী অফিসারকে বিচারক অর্ঘ্য় আচার্য প্রশ্ন করেন, আপনারা এই মামলায় সেনাবাহিনী এবং নৌ বাহিনী ধারা সংযুক্ত করেছেন! এটা কী কারণে? এখানে তো কোনও সেনা বা নৌ সেনা মোতায়েন হয়নি। বা হাইকোর্টও কোনও নির্দেশ দিয়েছে বলে আমার জানা নেই। তাহলে কেন এই ধারা? এদিন, অভিযুক্তের আইনজীবী জানান, অডিও ক্লিপের কারণে শিক্ষক রেজাউল হককে গ্রেফতার হলেও, তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ। এরপরই বিধাননগর পূর্ব থানার IC-কে বিচারক বলেন, ধৃত তো আপনাদের হেফাজতেই রয়েছে। বরং, আমি ৭ দিনের পুলিশ হেফাজত দিচ্ছি। আপনারা ধৃত ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করুন। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল...পুলিশের তরফে বলা হয়  কণ্ঠস্বরের নমুনা এই মুহূর্তে সংগ্রহ করার প্রয়োজন নেই। ভবিষ্যতে দরকার হলে তা করা হবে। তখন বিচারক বলেন, তাহলে আমি উল্লেখ করছি যে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে, কণ্ঠস্বরের নমুনা তারা এই মুহূর্তে সংগ্রহ করছেন না। আপনারা কতটা চাপের মধ্যে কাজ করেন সেটা আমাকে আলাদা করে বলতে হবে না। কিন্তু তাই বলে পুলিশের এবং ধারার মধ্য়ে তো একটা সামঞ্জস্য় রাখতে হবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola