SSC Scam : ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের জীবনের উত্থান রকেট গতিতে !

২০১৪ সাল থেকে প্রসন্নকুমার রায়ের কার রেন্ট সংস্থা থেকে গাড়ি নিতেন শান্তিপ্রসাদ সিন্হা। নিউটাউনে আরও ফ্ল্যাট রয়েছে SSC দুর্নীতিকাণ্ডের মিডলম্যান প্রসন্নর। দাবি CBI সূত্রে। হাওড়ায় মিলল হোটেলের হদিশ।

SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের জীবনের উত্থান যেমন রকেট গতিতে হয়েছিল তেমনি তাঁর প্রতিপত্তিও বেড়েছে একইভাবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola