SSC Protest : আটক চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, সোমবার হল না SSC ভবন অভিযান

ABP Ananda LIVE : চাকরি ফেরতের দাবিতে সোমবার SSC ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল!এই অভিযানের আহ্বায়ক ছিলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। কিন্তু, সোমবার SSC ভবন অভিযান শুরুর আগেই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে পুলিশ আটক করে বলে অভিযোগ পরিবারের। পরিবারের দাবি, আদিসপ্তগ্রাম থেকে তাঁকে আটক করে পুলিশ। রাখা হয় মগরা থানায়। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে সুমনের পরিবার। এদিকে এই ঘটনায় সুমন বিশ্বাসের পাশে দাঁড়িয়ে, পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছে শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য়দের একাংশ। কার্যত জরুরি অবস্থা - এপ্রসঙ্গে মন্তব্য় করেছেন শুভেন্দু অধিকারী। আন্দোলন বাধা দিতে চাইছে সরকার। মন্তব্য় অধীর চৌধুরী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।যদিও এদিন বিকেলেই ছেড়ে দেওয়া হয় সুমন বিশ্বাসকে। আটক চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। হল না SSC ভবন অভিযান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola