WB Tab Scam: ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার ৩। ABP Ananda Live

ABP Ananda Live: ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার ৩। ৩ জনকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। ধৃতরা উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। ধৃতদের মধ্যে একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। এর আগে ট্যা প্রতারণাকাণ্ডে দিনহাটা থেকে গ্রেফতার হন সিতাইয়ের এক প্রাথমিক স্কুলের শিক্ষক। পূর্ব বর্ধমানের ট্যাব কেলেঙ্কারিতে মালদার বৈষ্ণবনগর থেকে এক চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকও এর আগে গ্রেফতার হন। 

 

ফিরহাদ হাকিমের পর এবার সৌগত রায়। তৃণমূল কাউন্সিলরের ওপর মারাত্মক হামলা হওয়ার পর পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন দলের এই বর্ষীয়ান নেতা। কী করে কলকাতা শহরে বিহার থেকে 9MM পিস্তল আসছে? এটা তো ভাবা দরকার। প্রশ্ন তুললেন তৃণমূল নেতা।  

খাস কলকাতায় জনবহুল এলাকায় একজন জনপ্রতিনিধিকে হামলার মুখে পড়তে হবে কেন? কীভাবে শহরের বুকে বাড়ছে দুষ্কৃতীদের দাপট?
কীভাবে ভিনরাজ্যের দুষ্কৃতীরা বাংলায় অবাধে যাতায়াত করছে?  ভরসন্ধেয় এই ঘটনায় যখন শহরের আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কাপ্রকাশ করছেন সাধারণ মানুষ। আর বিরোধীরা সরাসরি  আক্রমণ  করছে পুলিশ-প্রশাসনকে । শুধু বিরোধীরাই নয়, এবার পুলিশের কোর্টে বল ঠেলছেন শাসক দলের হেভিওয়েট দের কেউ কেউও। রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সরাসরি গলা চড়িয়ে বলেছেন, পুলিশকে বলব অ্যাক্ট নাউ ! আর ফিরহাদ হাকিমের পর এবার মুখ খুললেন সৌগত রায়। কসবায় সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় দমদমের তৃণমূল সাংসদের নিশানাতেও পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola