Bengal Terror Attack: বঙ্গে ফের জঙ্গি মডিউলের হদিশ, কাঁকসা থেকে গ্রেফতার কলেজ পড়ুয়া | ABP Ananda LIVE
বঙ্গে ফের জঙ্গি মডিউলের হদিশ মিলল। কাঁকসা থেকে গ্রেফতার করা হল কলেজ পড়ুয়াকে। বাংলায় একের পর এক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। এরাজ্যকে কি নিরাপদ মনে করছে জঙ্গিরা? এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
২০১৪ সালের দোসরা অক্টোবর। দুর্গাপুজোর অষ্টমীর দুপুরে কেঁপে উঠেছিল বর্ধমানের খাগড়াগড়। তীব্র বিস্ফোরণ নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এক দশক পর তার প্রায় ৫০ কিলোমিটার দূরে কাঁকসায় মিলল নতুন জঙ্গি মডিউলের হদিশ। জঙ্গিযোগের সন্দেহে গ্রেফতার করা হল এক কলেজ পড়ুয়াকে। খাগড়াগড়কাণ্ডে NIA তদন্তে সামনে আসে বাংলাদেশের জঙ্গিসংগঠন জামাত-উল-মুজাহিদিন বা JMB-র নেটওয়ার্ক। বিস্ফোরণের মূলচক্রী হাতকাটা নাসিরুল্লা ২০১৭ সালে ধরা পড়ে বাংলাদেশ থেকে।
আর এবার কাঁকসায় ধৃত সন্দেহভাজনের জঙ্গিরও মিলল বাংলাদেশ যোগ। তদন্তকারীদের দাবি, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের এখানকার মডিউলের মূল মাথা হল ধৃত মহম্মদ হাবিবুল্লা।