
Bratya Basu : উপাচার্যকে ICU-র বেড থেকে উঠে বৈঠকে যোগদান, ভাবুন কেমন নৈরাজ্য চলছে, বললেন ব্রাত্য
ABP Ananda LIVE : যাদবপুরের উপাচার্যকে দেখতে RN Tagore হাসপাতালে যান শিক্ষামন্ত্রী। যদি ICU এর বেড থেকে উঠে গিয়ে বৈঠকে যোগদান করতে হয়, তাহলে ভাবুন কেমন নৈরাজ্য চলছে', মন্তব্য করেন ব্রাত্য বসু। মুকুন্দপুরের হাসপাতালে ভর্তি যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত, দেখতে গেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছিলেন ওয়েব কূপার শিক্ষক সংগঠনের নেতারাও।
Madan Mitra: 'শুধু মমতার জন্য সংযত আছি, নইলে...', যাদবপুর নিয়ে এবার হুঁশিয়ারি মদনের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির আঁচ এখনও অনুভূত হচ্ছে। আর সেই আবহেই হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল বিধায়ক মদন মিত্রের গলায়। জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংযত থাকতে বলেছেন বলেই চুপ রয়েছেন তিনি। কিন্তু এই সংযম খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। (Madan Mitra)
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতির সময় থেকে যে অশান্তি ছড়ায়, চতুর্থ দিনেও তার আঁচ রয়েছে। আর সেই আবহেই এবিপি আনন্দে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন। যাদবপুর নিয়ে হুঁশিয়ারির সুরই শোনা গেল তাঁর গলায়। (Jadavpur University)
এর আগে এক মিনিটে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন মদন বললেন, "আমি মনে করি, একটা বড় জমায়েত ডাকা হোক যাদবপুর থেকে। সেই জমায়েত থেকে ঘোষণা হোক যে, এটা আমাদের শেষ অনুরোধ। আমরা শান্তি চাইছি। কিন্তু এই জিনিস চলতে থাকলে, বিশ্ববিদ্যালয় তো আর বন্ধ করতে পারি না! কিন্তু যে চ্যালেঞ্জ করছে ওরা, এখনই সেটা নিতে পারি। গোটা বাংলায় নির্বাচন হোক না, দেখি না! ক'টা কলেজে ওরা মনোনয়ন দিতে পারে দেখি। বুথেই তো মনোনয়ন দিতে পারে না!"