Kunal Ghosh : 'হোমওয়ার্ক না করেই অভিযোগ অনুরাগ ঠাকুরের', অনুরাগ ঠাকুরকে পাল্টা আক্রমণে কুণাল

ABP Ananda LIVE: ডায়মন্ড হারবারে ভূতুড়ে ভোটারের অভিযোগ অনুরাগ ঠাকুরের, পাল্টা আক্রমণ তৃণমূলের ।'হোমওয়ার্ক না করেই অভিযোগ অনুরাগ ঠাকুরের'।'অনুরাগ ঠাকুরকে পেন ড্রাইভে তথ্য পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়'।'সেই সব ঠিকানায় গিয়ে যাচাই করুন অনুরাগ ঠাকুর'।'সাড়ে ৭ লক্ষ ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়'।'সাড়ে ৭ লক্ষ ভোটে হারের ধাক্কা সামলাতে পারছে না বিজেপি'।

আরও খবর...

শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী, বিস্মিত গবেষকের মা-বাবা

 যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায়, দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হল বিশ্ববিদ্য়ালয়ের এক প্রাক্তনীকে। গোটা ঘটনায় রীতিমতো বিস্মিত, অবাক, অত্য়ন্ত মেধাবী এই গবেষকের মা-বাবা। তাঁরা ২ জনই যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের অধ্য়াপক ছিলেন।স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটিতে বায়ো মেডিসিন ও ক্লিনিক্য়াল সায়েন্সেসের ওপর গবেষণা করে ফিরেছেন। গতকাল স্পেন থেকে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে হিন্দোলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। হিন্দোলের বাবা চন্দন মজুমদার, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্য়াপক ও মা শাশ্বতী মজুমদার ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের। ২ জনেই সদ্য় অবসর নিয়েছেন। চন্দন মজুমদার বলেন, "DC SSD বিদিশা কলিতা ওঁর সঙ্গে কথা হয়েছে। উনি বললেন যে, শিক্ষামন্ত্রীর যে ঘটনাটা ঘটেছিল ক্য়াম্পাসে, সেই সময় বোধহয় কিছু হোয়াটস অ্য়াপ চ্য়াটে পোস্ট বা ফেসবুকের পোস্টে কিছু ওঁরা পেয়েছেন, ওঁদের মনে হয়েছে ও যুক্ত আছে, যদিও তার অনেক আগে থেকেই ও স্পেনে। ঘটনার সময় ও স্পেনে ছিল। বাঙালি অস্মিতার কথা চারদিকে উঠছে তো, ও তো বাঙালি গবেষক। তাঁর অস্মিতার কী অবস্থা দেখুন। এই আর কী! আর কী বলব বলুন! শাশ্বতী মজুমদার বলেন, "অনুশোচনা, যে, আমরা এই রাজ্য়ের জন্য় এই দেশের জন্য় আমরা কিন্তু সারাজীবন এখানেই পড়ে রয়েছি। বিদেশে গেছি, কোনও কাজের জন্য়, অল্পদিনের জন্য়, চলে এসেছি। ছেলের এত ভালো মেরি কুরি ফেলোশিপ পাওয়ার পরেও, ওর স্য়ারেরাই ওকে জোর করে পাঠিয়েছেন। যাও, তাহলে বিশ্ববিদ্য়ালয়ের সুনাম বাড়বে, আমাদের মার্ক্সটা বাড়বে বিশ্ববিদ্য়ালয়ের, তার মধ্য়ে এরকম হঠাৎ করে এই আঘাতটা আসবে আমাদের নিজেদের শহর থেকে, সেটা আমি অন্তত ভাবিনি। আমরা সবাই খুবই অবাক হয়ে গেছি। এরকম যে হতে পারে! আসলে আমরা তো ওই চ্য়াটগুলো দেখিনি, আমরা বুঝতে পারছি না কতখানি অপরাধ একটা চ্য়াটে...''

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola