Jayprakash Majumder:'কাচের ঘরে বসে ঢিল ছোড়া মানায় না,' পাল্টা জয়প্রকাশ। ABP Ananda Live
দুর্নীতি ইস্যুতে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত দাবি শুভেন্দু অধিকারীর। 'শিক্ষা দফতর জেলে, খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও যাবে জেলে। মন্ত্রিসভায় নিয়োগ করেন মুখ্যমন্ত্রী, তাহলে তাঁর বিরুদ্ধে কেন তদন্ত নয়?। ভাই-ভাইপো কাউকে ছাড়বেন না প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই সপরিবারে নিমন্ত্রণপত্র পেয়ে গেছে. পার্থ-বালু জেলে গেছে, এবার আসল চোরও জেলে যাবে' কাঁথির সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'কাচের ঘরে বসে ঢিল ছোড়া মানায় না,' শুভেন্দু অধিকারীকে পাল্টা জয়প্রকাশ মজুমদার।
Tags :
Bangla News ABP Ananda LIVE BJP Suvendu Adhikari ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News /West Bengal ABP Ananda Youtube Channel