Madan Mitra: 'দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ওপরও সার্ভিল্য়ান্স রাখা হোক', বললেন মদন

Continues below advertisement

ABP Ananda Live: জেলায় জেলায় ট্যাব প্রতারণা। কয়েক হাজার পড়ুয়ার টাকা গায়েব, গেছে অন্য অ্যাকাউন্টে। একই ছবি কলকাতাতেও। সিট গড়ল লালবাজার। উত্তর দিনাজপুরে গ্রেফতার এক। দলের একাংশের সমালোচনার পাশাপাশি, এবার 'শক্তিশালী বিরোধী'র প্রয়োজনীয়তার কথা শোনা গেল মদন মিত্রের গলায়। বললেন, "জেলায় ব্লকে ব্লকে যদি সাংঘাতিক বিরোধী থাকত, চাপে পড়ে এমনিতেই সমস্ত বদমায়েশগুলো ঠিক হয়ে যেত। বিরোধী থাকলে আমাদের সতর্ক থাকতে হয়। " পাশাপাশি, কার্যত একই সুরে, বিরোধীদের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন আরেক তৃণমূল বিধায়ক, ভরতপুরের হুমায়ুন কবীরও। সরকারকে কালিমালিপ্ত করছে অফিসাররাই। বাম আমলের তুলনা টেনে, এভাবেই নিজের সরকারের আমলের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পাশাপাশি, ভাটপাড়া হত্য়াকাণ্ড নিয়েও পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি। বললেন, "বুদ্ধবাবুর ১০-১১ বছরের, তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশমন্ত্রী ছিলেন, কিন্তু আমি আপনাকে বলছি, একটা থানার বিরুদ্ধে যদি পুলিশ সুপারকে বলা হতো, যে এই থানার অফিসার, এই ধরনের গাফিলতি করছে, এই ধরনের জনগণের সঙ্গে অসহযোগিতা করছে, বা এই ধরনের দুর্নীতিতে যুক্ত আছে, বলার সঙ্গে সঙ্গে না হলেও, একদিন পরে হলেও তার একটা ফিডব্যাক পেতাম। সেই পুলিশ সুপারের কাছ থেকে, সেই OC বা সেই থানার বিরুদ্ধে একটা বিচার পাওয়া যেত।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram