TMC News: 'কিন্তু এদেরকে বারবার ক্ষমা করা যায় না', নাম না করে কাদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী?
ABP Ananda Live: মদন মিত্র, উদয়ন গুহ থেকে বিধান উপাধ্য়ায়। পরিষদীয় দলের বৈঠকে আজ একাধিক বিধায়ককে তীব্র ভর্ৎসনা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, 'দলবিরোধী কথা বলে ক্ষমা চাইছেন অনেকে, কিন্তু এদেরকে বারবার ক্ষমা করা যায় না।''
'আসল OMR নেই', SSC মামলার তথ্যেই সন্দেহ সুপ্রিম কোর্টের
SSC-র চাকরি বাতিল মামলায়, আজও সুপ্রিম কোর্টে নির্ধারণ হল না কীভাবে আলাদা করা যাবে চাল ও কাঁকড়। শুনানি শেষ করে রায়দান স্থগিত রাখল সর্বোচ্চ আদালত। OMR শিট সংক্রান্ত তথ্য নিয়েই সন্দেহপ্রকাশ করল সুপ্রিম কোর্টে। এদিন, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আপনি স্কুল সার্ভিস কমিশনের তথ্যের সঙ্গে NYSA-র প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের তথ্য মিলিয়ে দেখতেই পারেন। কিন্তু আমরা পঙ্কজ বনসলের তথ্য নিয়েও সন্দিহান। এদিন, প্রধান বিচারপতি SSC-র কাছে জানতে চান, চার্জশিট অনুযায়ী কত অবৈধ নিয়োগ হয়েছে? SSC-র তরফে জানানো হয়, প্রায় ৫ হাজার ১০০। তখন মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এটা ১০ হাজার ৭৫০।