TMC News: পূর্ব মেদিনীপুরে TMC-তে তুমুল দ্বন্দ্ব, ৯ বিধায়ক সহ জেলা নেতৃত্বকে কড়া বার্তা মমতার
ABP Ananda Live: পূর্ব মেদিনীপুরে তৃণমূলের কোন্দলের জেরে, অখিল গিরির বোমা মারার হুমকি, এবং অন্য়পক্ষের তাঁকে চোর স্লোগান দেওয়া গতকালই আপনাদের দেখিয়েছি। জেলায় দলের সেই কোন্দল থামাতে এবার হস্তক্ষেপ করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কাল রাতেই, অখিল গিরিকে, সতর্ক করেন রাজ্য় সভাপতি সুব্রত বক্সি, আর আজ, পূর্ব মেদিনীপুরের তৃণমূলের নয় বিধায়ক ও জেলা নেতৃত্বকে ভবানীপুরে সুব্রত বক্সির বাড়িতে ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, সেখানে ফোন মারফৎ তৃণমূল নেত্রী বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব কোনওভাবেই বরদাস্ত করা হবে না, দল করতে গেলে একসঙ্গে চলতে হবে।''
তৃণমূলকর্মী খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূলকর্মী জাকির শেখ:
এদিকে, তৃণমূলকর্মী খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূলকর্মী জাকির শেখ। চব্বিশ ঘণ্টা পরে আজও থমথমে মালদার কালিয়াচক। চারদিকে চাপা আতঙ্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে খুনিদের শাস্তি চাইতেও ভয় পাচ্ছেন নিহত তৃণমূলকর্মীর দাদা! বলছেন, ''শাস্তি চেয়ে কী করব? কালকে আমাকে আবার অ্যাটাক করবে!'' এলাকায় এমনই ভয়ের পরিবেশ, যে চেম্বার খুলতেও সাহস পাচ্ছেন না চিকিৎসকদের কেউ কেউ। খুনিদের ধরতে, স্নিফার ডগ এবং ড্রোন কাজে লাগানো হলেও, এখনও তাদের ধরা যায়নি। অন্য়দিকে মালদার ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।