Suvendu Adhikari: শুভেন্দুর 'চ্যাংদোলা' মন্তব্যের পাল্টা 'ঠুসে' দেওয়ার দাওয়াই তৃণমূল বিধায়কের

ABP Ananda LIVE : ফের উত্তপ্ত বিধানসভা। আজও বিজেপি বিধায়কদের ওয়াক আউট। শুভেন্দুকে নিয়ে হুমায়ুন কবীর, সিদ্দিকুল্লাদের মন্তব্য প্রত্যাহারের দাবি। অধ্যক্ষ আলোচনার অনুমতি না দেওয়ায় ওয়াকআউট। 'ও তুলে ফেলতে পারলে, আমিও ঠুসে দিতে পারি', মন্তব্যে অনড় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এটা কুস্তির আখড়া নয়, পাল্টা রাহুল সিন্হা।

 

অবশেষে পদত্যাগপত্র জমা পানিহাটির পুরপ্রধানের

অবশেষে পদত্যাগপত্র জমা পানিহাটির পুরপ্রধানের। গতকাল বিকেলে পদত্যাগপত্র জমা পানিহাটির পুরপ্রধান মলয় রায়ের। ব্যারাকপুরের মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগপত্র জমা পানিহাটি পুরসভার চেয়ারম্যানের। মাঠ-দখল বিতর্কে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের ইস্তফায় নাটকীয় মোড়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ইস্তফা, প্রথমে উল্টো সুর পানিহাটির পুরপ্রধানের। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে চেয়ারম্যানকে ববির ফোন। দিনভর পদ আঁকড়ে থেকে মঙ্গলবার চেতলায় ববির বাড়িতে গিয়ে ইস্তফার চিঠি। পুরসভার মদতে প্রায় ৮৩ বিঘা জমিতে প্রোমোটার-রাজ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola