Weather News LIVE: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ! কবে কমবে দুর্যোগ ? ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রক্ষে নেই বিজয়া দশমীতেও। বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দশমী-একাদশীতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। পুজোর শেষ বেলাতেও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ । সকাল থেকেই শুরু বৃষ্টি, তারমধ্য়েই চলছে প্য়ান্ডেল হপিং । আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস । উপকূল এলাকায় ঘণ্টায় ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া । দ্বাদশীর পর ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার
আরও খবর...
অশোকনগরে দশমীর ভোরে উদ্ধার হল প্রাক্তন সেনাকর্মীর মেয়ের ক্ষতবিক্ষত দেহ! পুজো মণ্ডপের খানিক দূরেই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে যশোর রোডে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর অ্য়াম্বুল্য়ান্সের জন্য় ফোন করেন মৃতার ২ সঙ্গী। কিন্তু অ্য়াম্বুল্য়ান্স আসার আগেই পালিয়ে যান তাঁরা। এরপর তরুণীকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে তাঁর। কিন্তু প্রশ্ন উঠছে কেন পালিয়ে গেলেন তাঁর সঙ্গীরা? পিছনে রয়েছে অন্য় কোনও বড় কারণ?