Weather Update:বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য জারি নিষেধাজ্ঞা।ABP Ananda Live
বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। যার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সমুদ্র উত্তাল থাকায় আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি থাকছে নিষেধাজ্ঞা। উত্তরবঙ্গে শনিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।
এদিকে প্রবল বৃষ্টিতে জল থই-থই পুণে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে পুণের বেশ কিছু জায়গায়। সিংঘাদ রোডে ২৫টি আবাসনে জল ঢুকেছে। হাজারখানেক আবাসিক জলবন্দি। ৫টি গাড়ি ও অন্তত চল্লিশটি দু’ চাকার যান ভেসে গিয়েছে। পুণে-সহ ৩টি জায়গায় সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে প্রশাসন।